Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

 

১। উপজেলা পরিসংখ্যান কার্যালয় গফরগাঁও এর সকল প্রশাসনিক দায়িত্ব পালনে সেবা।

২। আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে সেবা ।

৩। কর্মচারীদের বেতনবিল ও ভ্রমণ বিলে স্বাক্ষর প্রদানে সেবা ।

৪। সকল প্রকার হিসাব সংক্রান্ত দায়িত্ব পালন সেবা ।

৫। কর্মচারীদের অফিসে উপস্থিত নিশ্চিতকরণ ও তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন হইতেছে কিনা তাহা তদারকীকরণে সেবা ।

৬। বার্ষিক গোপনীয় প্রতিবেদন তৈয়ারী এবং যথাসময়ে প্রেরণ করে সেবা ।

৭। সংগৃহিত তথ্য উপাত্ত যাচাইকরণ সেবা ।

৮। তথ্য প্রদানে নিশ্চতকরণ সেবা ।

৯। কৃষি পরিসংখ্যান বিষয়ক তথ্যাদি যথাঃ

  (ক) কৃষি দাগ গুচ্ছ পর্যবেক্ষণ (৪র্থ পূর্বে) সেবা প্রদান।

 (খ) প্রধান প্রধান ফসল কর্তন ও নির্ণয়ে সেবা ।

 (গ) দাগগুচ্ছভুক্ত মৌজার সকল প্রকার ফসলের হিসাব সংগ্রহ ও সেবা ।

 (ঘ) কৃষক স্বাক্ষতকারের মাধ্যমে প্রধান ও অপ্রধান ফসলের হিসাব সংগ্রহ ও সেবা ।

 (ঙ) কৃষি পরিবার হইতে কৃষি মজুরী ও পুজি বিনিয়োগের জন্য তথ্য সংগ্রহ ও সেবা ।

 (চ) বার্ষিক ভূমি ব্যবহার ও সেচ পরিসংখ্যান সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সেবা।

 (ছ) মৎস্য , বন, গবাদিপশু ও হাঁস-মুরগী পালন সংক্রান্ত তথ্য ও সেবা।

১০। হাট বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সেবা।ষকক

১১। ইউনিয়ন ও পৌরসভার আয়-ব্যয়ের বাটেজ তথ্য সংগ্রহ ওসেবা।

১২। বিভিন্ন প্রকার শুমারি যথাঃ-

     (ক) ১০ বৎসর অন্তর অন্তর আদমশুমারি, কৃষি শুমারি, অর্থনৈতিক শুমারি, তাঁত শুমারি, শিল্প শুমারি, অন্যান্য শুমারির মাধ্যমে তথ্য  

 সংগ্রহ ও সেবা।

১৩। বিভিন্ন প্রকার জরীপ যথাঃ-

     (ক) ফসল জরীপ, মৎস্য, বন, পশুপালন, পুকুর, থানর ব্যয় নিদ্ধারণ জরিপ, স্বাস্থ্য ও জনতত্ত্ব জরিপ

       মাল্টিপল  ইনডিট্রোটর , ক্লাষ্টার সার্ভে, লিটর‌্যাসি এ্যাএসসমেন্ট সার্ভে, Violenc Against

     Women Survey, শ্রম শক্তি জরিপ , কুটির শিল্প জরিপ, The Inforwal sector survey,

     অন্যান্য জরীপের মাধ্যমের তথ্য সংগ্রহ ও সেবা।

১৪। সেম্পল ভাইটাল রেজিষ্টেশন সিষ্টেম পদ্ধতিতে নমুনা মৌজার জন্ম-মৃত্যু, তালাক, বিবাহ আগমন,

    বর্হিগমন জন্ম-নিবন্ধন , পতিবন্ধী ও অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ ও সেবা ।

১৫। সময়ে সময়ে বিভাগীয় ও স্থানীয় প্রশাসন কর্তৃক অর্পিত দায়িত্ব পালনে সেবা।